Saturday, September 13, 2025
Homeচট্টগ্রামকুমিল্লামহাসড়কের বিভাজকে উঠে গেল যাত্রীবাহী বাস

মহাসড়কের বিভাজকে উঠে গেল যাত্রীবাহী বাস

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহাসড়কের বিভাজকে উঠে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসে থাকা ৪১ জন যাত্রী আহত হয়েছে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর বলেন, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে আমিরাবাদে এসেই মহাসড়কের বিভাজকে উঠে পড়ে। এ সময় বাসের যাত্রীরা ঘুম ঘুম চোখে ছিল। বাস এভাবে বিভাজকে উঠে পড়ায় বেশির ভাগ যাত্রী আহত হন। তাদের মধ্যে অনেকেই ভয়ে জানালা দিয়ে লাফ দেন।

ঘটনার পর চালক পালিয়ে যায়। আহত যাত্রীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্য রওনা দেয়। কয়েকজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিভাবে এই দুর্ঘটনা, কার গাফিলতি ছিল-তা তদন্ত করে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments