Saturday, September 13, 2025
Homeঅপরাধআখাউড়ায় গাঁজাসহ আটক ২

আখাউড়ায় গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের রেনু মিয়ার ছেলে মো. খাইরুল ইসলাম ও উত্তর ইউপির আজমপুরের কড়ইতলা এলাকার ফজলুল হকের স্ত্রী জরিনা বেগম।

এসময় পুলিশ ওই দুজনের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ১৭ পিচ স্কফ সিরাপ উদ্ধার করেছে। শনিবার দুপুরে তাদেরকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার আজমপুর ও আবদুল্লাহপুর এলাকায় পৃথক আভিযান চালিয়ে গাঁজা ও স্কপ সিরাপসহ তাদেরকে হাতনাতে আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ আসাদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মাদকসহ তাদেরকে আটক করা হয়। আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments