Friday, September 12, 2025
Homeঅপরাধরোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা

রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে গলাকেটে ও গুলি করে হত্যা করা হয়েছে। এপিবিএন বলছে, ওই যুবকের বাবাও কয়েকমাস আগে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে খুন করা হয়। ওই খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য সে ‘তৎপর’ ছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাত ৮টায় এ ঘটনায় নিহত যুবকের নাম সৈয়দ হোসেন। ২৩ বছর বয়সী এ যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, প্রায় সাত মাস আগে সৈয়দ হোসেনের বাবা জমিল হোসেন রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দুষ্কৃতিদের হামলায় খুন হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে সৈয়দ হোসেন তৎপর ছিলেন এবং আইন শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিলেন। এ কারণে ওইসব আসামিরা তার উপর ক্ষুদ্ধ ছিল।

মঙ্গলবার রাতে ক্যাম্পের এ-১০ ব্লকে একটি দোকানের সামনে সৈয়দ হোসেনের উপর ৫/৬ জন দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায়। তারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে জখমের পর তাকে লক্ষ্য করে গুলি করে।এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সৈয়দ হোসেনের মৃত্যু হয় বলে জানান এএসপি ফারুক।তিনি বলেন, “খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। বাবাকে খুনের মামলার আসামিদের গ্রেপ্তারে তৎপরতার কারণে সৈয়দ হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments