Saturday, September 13, 2025
Homeজাতীয়অর্থনীতিঅনুমোদনহীন পানির ব্যবসায় সাফিয়া

অনুমোদনহীন পানির ব্যবসায় সাফিয়া

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদনহীন পানির ব্যবসা করায় একাধিকবার জরিমানা ও শাস্তি পেয়েছে সাফিয়া ড্রিংকিং ওয়াটার। তবে না শুধরিয়ে ফের ব্যবসা করছে মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের প্রতিষ্ঠানটি। এবার অনুমোদনহীন হওয়া ছাড়াও পানির জার ফুড গ্রেড না হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ অক্টোবর দুপুর ২টায় ম্যাজিস্ট্রেট হাসিব সরকারের নেতৃত্বে বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হকের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর আগেও একাধিকবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ছয় মাস আগেও তাদের সতর্ক করা হয়েছে। এর পরেও যদি অনুমোদন না নেয় তাহলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির কর্মচারী মুক্তার বলেন, নিয়ম মেনেই এখানে পানি প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। তবে অনুমোদনের বিষয়টি জানি না।প্রতিষ্ঠানের মালিক শাহজাহান জরিমানার টাকা পরিশোধ করেন। তিনি বলেন, আমার ফ্যাক্টরির কাজ চলছে। প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে, পুরোপুরি হওয়ার পর অনুমোদনের জন্য আবেদন করবো। প্রথম থেকেই আমার লাইসেন্স ছিল, ভেতরে কাজ চলছে বিধায় সেটা পুনঃঅনুমোদন নেওয়া হয়নি। সেটা আবার রিনিউ করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments