Sunday, September 14, 2025
Homeজাতীয়বিডিপি নামে নিবন্ধন চায় ‘জামায়াত’

বিডিপি নামে নিবন্ধন চায় ‘জামায়াত’

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নামে একটি দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছে। কিন্তু প্রচার রয়েছে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নেতারাই দলের কম পরিচিত নেতাদের দিয়ে বিডিপি গঠন করেছেন।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেন। এতে দলের জেনারেল সেক্রেটারি হিসেবে স্বাক্ষর রয়েছে মো. কাজী নিজামুল হকের।তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বলেও তথ্য পাওয়া গেছে।

আবেদন জমা দেওয়ার পর অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বিডিপির নিবন্ধনের জন্য যতগুলো শর্ত আছে সবকিছু পূরণ করেই আবেদন জমা দিতে এসেছি। আশাকরি আমরা ইসিতে নিবন্ধিত হব এবং আমরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হব।

তিনি বলেন, আমার সঙ্গে নতুন প্রজন্মের যারা আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা। আমরা ইনশাআল্লাহ আরেকটু অরগানাইজড হয়ে আপনাদের সাথে দলের উদ্দেশ্য, আদর্শ সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলব।আমরা নিবন্ধনের জন্য এসেছি। নিবন্ধনের যতগুলো রিকয়ারমেন্ট আছে সবগুলো ফুলফিল করে জমা দিয়েছি। প্রায় ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট এনেছি।

জামায়াতের সঙ্গে সম্পর্ক বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, এটা ভুল। যা আছে আমরা পরে পরিস্কার করব। ভুল কথা অনেকেই বলতে পারেন। এটা একটা নতুন দল। আমার সঙ্গে যারা আছেন তারা নতুন প্রজন্মের। বিভিন্নভাবে তাদের সংগ্রহ করছি। এখানে কারো কোনো দলের লেজুড়বৃত্তি বা সহিযোগিতা ফিল করি না। এখন কেউ যদি কিছু বলে আমরা এজন্য দায়ী নয়। বিনীতভাবে আপনাদের কাছে আবেদন, বিস্তারিতভাবে আমরা বলব। আমরা সম্পূর্ণ নতুন একটা দল। জামায়াতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments