Sunday, September 14, 2025
Homeজাতীয়অর্থনীতিরিজার্ভ আপনারা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন-ফখরুল

রিজার্ভ আপনারা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন-ফখরুল

পায়রা বন্দর নির্মাণে বৈদেশিক মুদ্রার তহবিল থেকে অর্থ বিনিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে যুব সমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির মূলে রয়েছে সরকারের দুর্নীতি। তারা এমন চুরি করেছে যে প্রতিটি ক্ষেত্র ধবংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।পায়রা বন্দর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন- আমাদের বিরোধীরা অর্থাৎ বিএনপি বলে, রিজার্ভের টাকা কোথায় গেল? অবশ্যই আমরা জিজ্ঞাসা করতে চাই, রিজার্ভের টাকা কোথায় গেল? তিনি উত্তর দিয়েছেন- রিজার্ভের টাকা কী চিবিয়ে খায়? চিবিয়ে তো খান নাই, গিলে ফেলেছেন। রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন। বলেছেন- পায়রা বন্দরে খরচ করা হয়েছে। পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না।

ফখরুল বলেন, রিজার্ভের টাকা হচ্ছে আপনি যখন বাইর থেকে যেসমস্ত পণ্য আমদানি করবেন সেই টাকা ডলারে পরিশোধ করবেন। রিজার্ভের টাকা হচ্ছে দেশে যখন অর্থনৈতিক ক্রাসিস দেখা দেবে তখন আপনি এখান থেকে তার ব্যবস্থা করবেন। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, এই পায়রা বন্দর কার্যকর হতে পারে না। কারণ? যে নাব্যতা দরকার, যে পানির দরকার সেই গভীরতা সেখানে নাই। সেখানে সুপার ড্রেজার লাগিয়েছেন। এই সুপার ড্রেজারের জন্য আরো সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে সেখানে আবার চুরির ব্যবস্থা করে আপনারা সেখানে সুপার ড্রেজার লাগিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments