Sunday, September 14, 2025
Homeখেলাধুলাকৃষ্ণা-সানজিদাদের লিগ হবে এক লেগে

কৃষ্ণা-সানজিদাদের লিগ হবে এক লেগে

নারী ফুটবল লিগ এবার ডাবল লেগ পদ্ধতিতে হওয়ার কথা ছিল। তবে আজ মহিলা ফুটবল কমিটির এক সভায় ডাবল লেগের পরিবর্তে সিঙ্গেল লেগে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ক্লাবগুলো এতে একমত পোষণ করেছে।

নারী ফুটবল লিগ আগে অনিয়মিত ছিল। গত দুই বছর অবশ্য নিয়মিতভাবে হয়েছে। পুরুষ প্রিমিয়ার লিগে দাপট দেখাচ্ছে বসুন্ধরা কিংস। নারী লিগেও তাদের একচ্ছত্র আধিপত্য। নারী লিগে এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

জাতীয় নারী ফুটবল দলের অনেকেই বসুন্ধরা কিংসে খেলছেন। মহিলা ফুটবল কমিটি আগে দুই লেগের সিদ্ধান্ত নিলেও এখন এক লেগের সিদ্ধান্তে তেমন সমস্যা দেখছেন না কিংসের প্রতিনিধি আহমেদ শায়েক,‌ ‘মার্চ- এপ্রিলে নারী ফুটবলে আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। দুই লেগ হলে লিগের ব্যপ্তি বাড়ে। ক্লাবের চেয়ে জাতীয় দলের ক্যাম্পে নারীদের প্রশিক্ষণ আরো উন্নত হয়। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে ক্লাবগুলো এক লেগের লিগ খেলতে রাজি হয়েছে।’

ফ্রেবুয়ারিতে সাফ অনুর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট থেকে ব্যস্ততা শুরু। এরপর রয়েছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি। মার্চ-এপ্রিলে অলিম্পিক ফুটবলের বাছাই এবং সাফ অ-১৭ নারী টুর্নামেন্টও রয়েছে।১৫ নভেম্বের থেকে শুরু হওয়া লিগ চলতি বছরের মধ্যেই শেষ হবে। ১২ দলের অংশগ্রহণে এই লিগে প্রতি দল ১১ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ডাবল লিগ হলে সেই ম্যাচ সংখ্যা হতো ২২।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments