রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে চলতি সপ্তাহে যেকোনো সময় প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে।
শুক্রবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি গণমাধ্যমকে এ তথ্য জানান।
রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্যে পদ প্রত্যাশীদের কাছে গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের জীবন বৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর ১২ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সভাপতি পদে ২২জন ও সাধারণ সম্পাদক পদে ৭২জন মোট ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন। কেন্দ্র ঘোষিত তারিখ অনুসারে সম্মেলন আগামীকাল (১২ নভেম্বর)। অথচ এখনও সম্মেলনের প্রস্তুতি শুরু করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। গঠন করা হয়নি সম্মেলন প্রস্তুত কমিটিও। কাজ শুরু হয়নি মঞ্চ তৈরির। ফলে সম্মেলন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা দেখা দিয়েছে।
রাবি শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন স্থগিত হওয়ার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে আসার বিষয়টি নিশ্চিত করেননি। তাই আমরাও সম্মেলনে প্রস্তুতি নিতে পারিনি।
এছাড়াও শীর্ষ পদ প্রত্যাশিদের অনেকেই বিবাহিত, অছাত্র।সম্মেলন স্থগিত হলেও প্রার্থীরা কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায়ে সাধ্যমতো যোগাযোগ ও লবিং করে যাচ্ছে। কয়েক ডজন প্রার্থীর মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন। ৫ বছর আগে বিয়ে করেছেন এবং তিনি একটি সন্তানের জনক বলেও জানিয়েছেন পদ প্রত্যাশীদের অনেকেই। এছাড়া সাধারণ সম্পাদক পদ প্রার্থী আসাদুল্লাহিল গালিবও বিবাহিত বলে অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন।
এ বিষয়ে গোলাম কিবরিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দলকে গতিশীল করতে ছাত্রলীগের সম্মেলন একটি সাংগঠনিক প্রক্রিয়া ও ছাত্রলীগ গঠনতন্ত্র মেনেই সকলের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে কমিটি প্রদান করবে বলেই তিনি প্রত্যাশা করেন।