Saturday, September 13, 2025
Homeঅন্যান্য‘গভীর রাতে মেসেজ দেবেন না’-

‘গভীর রাতে মেসেজ দেবেন না’-

গভীর রাতে মোবাইলফোনে কোনো মেসেজ না দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেছেন, ‘ছাত্রলীগের ব্যাপারগুলো হলো- রাতে মোবাইল সাইলেন্ট করি, সকালে দেখি মোবাইল ভরে গেছে। সারারাত মেসেজ আসে, বেশিরভাগই পড়ি। আওয়ামী লীগের বিভিন্ন জেলার প্রার্থীরাও এর মধ্যে আছে। এসব জ্বালাতন, প্লিজ! সকালে উঠলে আমার মেডিটেশন আছে, বাইরে যেতে হয়। সকালে উঠলে মেসেজ পড়তে পড়তে শেষ, সময় ফুরিয়ে যায়। দয়া করে আমাকে মেসেজ দেবেন না।’

সোমবার ঢাকার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ মনে করবেন না আমার থেকে অতিউৎসাহী ভক্ত যারা তারা সুবিধা পাবেন। বাড়ি নোয়াখালী হোক আর কোম্পানিগঞ্জ হোক তাতে কিছু আসে যায় না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকল নেতাকর্মীকে একই চোখে দেখি। এলাকায় গেলেও কারো প্রতি বিশেষ দৃষ্টি দিতে পারি না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments