Tuesday, September 16, 2025
Homeখেলাধুলাবিশ্বকাপে নতুন ইতিহাস, প্রথমবার ম্যাচ পরিচালনায় থাকছেন তিন নারী রেফারি

বিশ্বকাপে নতুন ইতিহাস, প্রথমবার ম্যাচ পরিচালনায় থাকছেন তিন নারী রেফারি

সেই ১৯৩০ সাল থেকে নিয়মিত আয়োজন হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। আজ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্চে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আর ম্যাচের আগে হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের এই আসরে সৃষ্টি হতে চলেছে এক নতুন ইতিহাস। যে ঘটনা এতবছরে কোনওদিন ঘটেনি এবার সেই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা।

ফুটবল বিশ্বকাপের গত ২১ আসরে যা ঘটেনি এবার তাই প্রত্যক্ষ করতে চলেছে গোটা বিশ্ব।

বিশ্ব ফুটবলের মঞ্চে মহিলাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যা নতুন এক দিগন্ত খুলে দেবে।

প্রসঙ্গত, বিশ্বকাপের জন্য ৩৬ রেফারির প্যানেল ঘোষণা করা হয়েছে। সেখানে জায়গায় করে নিয়েছেন তিন নারী রেফারি। তারা হলেন- ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, জাপানের ইউশিমি ইয়ামাশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।

নিজে নিজ দেশে ঘরোয়া লিগে ছেলেদের শীর্ষ ফুটবল লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনাও করেছেন তারা। যার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই নারী রেফারি। আর এভাবেই জায়গা করে নিয়েছেন কাতার বিশ্বকাপের মঞ্চে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments