Friday, September 12, 2025
Homeঅপরাধআয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার

আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া এসব অংশ আয়াতের কিনা তা নিশ্চিত হতে তার পরিবারের সদস্যের সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে।

আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে তার লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনোজ দে বিষয়টি নিশ্চিত করেন।

পিবিআই মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার বলেন, বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া গেছে। এগুলো তার পরিবারের লোকজন শনাক্ত করতে পারে কি-না দেখা হবে। শরীরের বাকি অংশে খুঁজে দেখা হচ্ছে।

হত্যা মামলাটির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবির যেখানে আয়াতের দেহ থেকে দুই পা বিচ্ছিন্ন করে ফেলে দেওয়ার কথা বলেছিল তার আশপাশ এলাকা থেকেই পা দুটো উদ্ধার করা হয়েছে। আসামির স্বীকারোক্তির সঙ্গে মিললেও পা দুটি সুরতহাল করে ডিএনএর নমুনা নেওয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই পায়ের ডিএনএ নমুনার সঙ্গে আয়াতের বাবা সোহেল রানা এবং মা সাহিদা আক্তার তামান্নার ডিএনএর নমুনা মিলিয়ে দেখা হবে।

শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবিরকে গ্রেপ্তারের পর তার বাবা-মা-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আবিরের বাবা-মার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আবির দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে রয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে নগরের ইপিজেড থানার বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আয়াত বাসার পাশে মক্তবে পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর আয়াতের পরিবার জানতে পারে, প্রতিবেশীআবির তাকে অপহরণের পর হত্যা করেছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments