Saturday, September 13, 2025
Homeঅন্যান্যঢাকায় বিএনপির গণসমাবেশ

ঢাকায় বিএনপির গণসমাবেশ

ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সারাদেশে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১৩৫৬ জনকে।

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গত ৪ দিনে রাজধানীতে ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সব এলাকার হোটেল ও মেসেও দফায় দফায় যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম।

পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, পুরোনো নাশকতার মামলায় এবং গ্রেপ্তারি পরোয়ানার আসামিদের গ্রেপ্তারে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াত নেতাদের তালিকাও পুলিশের হাতে রয়েছে। শুধু রাজনীতিতে চারশর বেশি নেতার ওপর চোখ এখন গোয়েন্দাদের। তাঁদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তবে বিএনপি-জামায়াতের যেসব নেতার বিরুদ্ধে মামলা আছে তাঁদের অনেককে বাসায় পাওয়া যাচ্ছে না। এ ছাড়া তাঁদের বেশিরভাগ নেতাকর্মী অ্যাপস ব্যবহার করে কথা বলছেন।

ঢাকা মহানগর পুলিশের একাধিক বিভাগের ডিসির সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ অভিযান শুরুর পর ঢাকায় চেকপোস্ট ও টহল ডিউটি বাড়ানো হয়েছে। অপরাধে জড়াতে পারেন এমন ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে বিএনপির অভিযোগ, দলটির নেতাকর্মীকে টার্গেট করেই বিশেষ অভিযান চলছে।

ফার্মগেট, গ্রিনরোড, কারওয়ান বাজার ও পল্টন এলাকার আবাসিক হোটেলগুলোয় গিয়ে জানা যায়, কয়েকদিন ধরে নিয়মিতই সেখানে যাচ্ছে পুলিশের দল। এ সময় বিএনপি নেতাকর্মীকে খোঁজ করেছেন অভিযানকারীরা।

জঙ্গি, সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজরা হোটেলে অবস্থান করতে পারে সন্দেহেও অভিযান চালাচ্ছে পুলিশ।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৫ দিনে সারাদেশে বিএনপির ১ হাজার ৩১ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। বিএনপি নেতারা বলছেন, ঢাকায় বিএনপির সমাবেশের আগে নেতাকর্মীর মনোবল দুর্বল করতে এরই মধ্যে সারাদেশে গায়েবি মামলা দিতে শুরু করেছে। দুই শতাধিক মামলায় অন্তত ১৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। প্রত্যেক জেলা, মহানগর, থানা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে এ মামলার আসামি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments