Friday, September 12, 2025
Homeজাতীয়আইন আদালতপল্টনে মামলার আসামি ২ হাজার

পল্টনে মামলার আসামি ২ হাজার

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ বাদি হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, বুধবারের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।

পুলিশের সঙ্গে এ ঘটনার তদন্তে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাঠে কাজ করছে। সংগ্রহ করা হয়েছে পল্টন ও আশপাশের এলাকার ফুটেজ। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকেই। পরে পুলিশ বিএনপির কার্যালয়ের অভিযান চালিয়ে ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments