Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলে নিহত বেড়ে ৭০০, গাজায় ৪১৩

ইসরায়েলে নিহত বেড়ে ৭০০, গাজায় ৪১৩

ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় প্রায় সাড়ে চারশ’ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তাঁরা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসব স্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে তার মধ্যে এটি অন্যতম।

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা সুপারনোভা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন। আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন।

এদিকে ইসরায়েলের হামলার পর থেকে হতাহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো। এমন দৃশ্যই উঠে এসেছে বিবিসির পর্যবেক্ষণে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments