Sunday, September 14, 2025
Homeজাতীয়রাজনৈতিক উত্তাপের মধ্যে সংসদের শেষ অধিবেশন

রাজনৈতিক উত্তাপের মধ্যে সংসদের শেষ অধিবেশন

মাঠের রাজনীতিতে তীব্র উত্তাপের মধ্যেই আজ রোববার বসছে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে এলেও সংসদীয় কার্যক্রম আসলে কতটুকু কার্যকর এবং নির্বাহী বিভাগের জবাবদিহি কতটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে– সেই প্রশ্ন উঠছে জোরালোভাবেই। সমালোচকরা বলছেন, কার্যকর বিরোধী দলের অভাবে প্রায় পুরো মেয়াদেই সংসদ ছিল কার্যত প্রাণহীন।

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে। এটি বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশনের আহ্বান করেন। এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল।

উল্লেখ্য, অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments