Wednesday, September 24, 2025
Homeসারাদেশঅপরাধরাউজান নোয়াপাড়ার শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার

রাউজান নোয়াপাড়ার শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার

রাউজান নোয়াপাড়ার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে  যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছে রাউজান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া এলাকার আবদুল ছালামের ছেলে।

রাউজান থানার অফিসার ইন চার্জ শফিকুল আলম চৌধুরী জানান, সোমবার রাতে থানা পুলিশ ও র‍্যাব-৭ এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলমকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে। কিন্তু তাকে নিরাপত্তার জন্য রাউজান থানায় আনা হয়নি।

পরে সকালে জানে আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে বলেও জানিয়েছেন রাউজান থানার অফিসার ইন চার্জ শফিকুল আলম চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com