Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকবাংলাদেশবাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আগামী ৯ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

মুখপাত্র জানান, এফওসির বৈঠক স্ট্রাকচার্ড বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি।

মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে। সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে।

হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। যদিও ইউনুস সরকারের গত চার মাসে দু-দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments