Sunday, September 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটব্যাট হাতে মুগ্ধতা, বোলিং বিভাগে হতাশা

ব্যাট হাতে মুগ্ধতা, বোলিং বিভাগে হতাশা

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ব্যাট হাতে মুগ্ধতা ছড়ালেও বোলিং বিভাগে হতাশা ছিল দৃশ্যমান। এই ম্যাচে ব্যাট্যারদের নিয়ে দুর্ভাবনা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। কিন্তু এতদিনের প্রশংসনীয় বোলিং বিভাগে হতাশার ইঙ্গিত মিললো। ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও হতাশার বোলিংয়ে হার মানতে হলো বাংলাদেশকে। ১৪ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ।

জাকের আলী শেষ দিকে তুলেছেন ঝড় আর তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ফিফটির দেখা পান মেহেদী হাসান মিরাজও। নিজেদের স্কোর নিয়ে অধিনায়ক মিরাজের বক্তব্য, ‘সর্বমোট সংগ্রহে আমরা  সন্তুষ্ট। এই ধরনের পিচে ২৯৪ রান খুব ভালো স্কোর। কৃতিত্ব তাদের, বিশেষ করে হোপ ও রাদারফোর্ড। এই উইকেটে তারা ভালো জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য কঠিন দিন ছিল।’

মিরাজ বললেন, ‘আমাদের শুরুটা সত্যি ভালো ছিল, বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো বল করিনি, উইকেটও পাইনি। এমনটা হতেই পারে। উইকেট ভালোই ছিল, তারা ভালো খেলেছে।’

রবিবার ৭৪ রান করা ব্যাটসম্যান তিন ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বললেন, ‘আমরা অনেক  কিছু শিখবো। আমরা কিছু ভুল করেছি। পরের ম্যাচগুলোতে কীভবে আরও ভালো করা যায়, সেদিকে মনোযোগ থাকবে। এখনও দুই ম্যাচ বাকি আছে, আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments