Sunday, September 14, 2025
Homeবিনোদনযতই চুলকানি দেন, লাভ হবে না

যতই চুলকানি দেন, লাভ হবে না

সম্প্রতি ভারত বাংলাদেশ ইস্যুতে সরব নেট দুনিয়া।আর ভারতের সংবাদমাধ্যমগুলো একের পর এক মিথ্যা তথ্যের সংবাদ ছড়ানোর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও হয়েছেন সরব।ঠিক তেমনি একজন সোশ্যাল এ্যাকটিভিস্টয়ের এবিপিএন সংবাদের মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদের ভিডিও নেট দুুনিয়ায় হয়েছে ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে তরুণীকে বলতে শুনা যায়, বাংলাদেশের নারীরা শাখা সিঁদুর পড়ে বাহিরে বের হতে পারছে না।হিন্দু বুঝে গেলেই নাকি সমস্যা।

শাখা সিঁদুরের উল্লেখ করে তিনি বলেন, আরে দাদা বাবু শুধু শাখা আর সিঁদুর পড়ে বের হলেতো সমস্যা হবেই।কিছু শাড়ি, স্যালোয়ার কামিজ বা কাপড় পড়ে বেরোনোতো উচিত।পুরোপুরি উলঙ্গ হয়ে কি মানুষ বাহিরে বেরুতে পারে।সেই সুদূর কলকাতাতে বসে আপনারা শুধু বাংলাদেশী  হিন্দু   মেয়েদেরকে শাখা আর সিঁদুরে কল্পনার জগতে দেখছেন।বুড়ো বয়সে ভিমরতি এটা কি ঠিক?

গুজবের উল্লেখ করে তিনি আরো বলেন, যে হারে গুজব ছড়াচ্ছেন কয়দিন পরেতো বলবেন, বাংলাদেশে পুরুষদের অবস্থা আরো খারাপ।কাঁছি দিয়ে নিজের সুন্নাতের খাৎনা নিজে করে হিন্দু পুরুষরা বাহিরে বের হচ্ছেন।সাবধান আবার ভিডিও ছাড়া বের করবেন না আবার নিজের ভিডিও না ভাইরাল হয়ে যায়।গরুর গোবর খেয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন।

গাঁজাখোরদের উল্লেখ করে তিনি আরো বলেন, আপনারা কি জানেন বাংলাদেশের অনেক গাঁজাখোর এখন গাঁজা খাওয়া ছেড়ে দিচ্ছেন,কারণ এবিপিএনের সংবাদ পড়েই তাদের নেশা হয়ে যাচ্ছে।একেবারেই হলুদ সাংবাদিকতায় পেট না ভরলে বাংলাদেশে এসে মলম বিক্রির অনুরোধ রইল।যতই উসকানি দেন কোন লাভ হবে না।হাজার হাজার বছর ধরে আমরা হিন্দু মুসলিম বাংলাদেশে সহবস্থানে বসবাস করে আসছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments