১০ টি গাড়ির সংঘর্ষে নিহত ১,বহু হতাহতের শঙ্কা

0
124

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

১০ টি গাড়ির সংঘর্ষে নিহত ১,বহু হতাহতের শঙ্কা

স্থানীয় এবং ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চালতিপাড়ায় একটি যাত্রাবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এর মাত্র ১০০ মিটার দূরে আরেকটি বাসের পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকার।

সবগুলো দুর্ঘটনা সড়কের মাওয়ামুখী হাইওয়ে লেনে ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরহাদ নামের একজন মারা গেছেন।

দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আপডেট আসছে, , , ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here