ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
119

ফাইনালে ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারল ৪১ রানে। বাংলাদেশকে কাঁদিয়ে তাই নারী এশিয়া কাপের শিরোপা ভারতেরই। কিছুদিন আগে ভারতকে ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো সেই ভারতই। তবে এবার শিরোপা উৎসব করা হলো না বাংলাদেশের।

টি-টোয়েন্টিতে ১১৮ রানের লক্ষ্য খুব একটা বড় নয়। রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৪৪ করে জয়ের আশাও জাগিয়েছিল সুমাইয়া আক্তারের দল। এরপর নামা ধসে মিলিয়ে যায় শিরোপা জয়ের স্বপ্নটা। বাংলাদেশ অলআউট হয় ৭৬ রানে। ১৮.৩ ওভারই ব্যাট করতে পারেন বাংলাদেশের মেয়েরা।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরেদৌস জয়িতা খেলেন ৩০ বলে ৩ বাউন্ডারিতে সবচেয়ে বেশি ২২ রানের ইনিংস। ওপেনার ফাহমিদা চয়া আউট হন ২৪ বলে ১৮ করে। ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে কেবল ১৩ রানে নেন ২ উইকেট। এছাড়া আইয়ুশি শুক্লা নেন ১৭ রানে ৩ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি। দলীয় ২৫ রানের মাথায় পঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকেও ফেরান ফারজানা। এরপর নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান।

আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। ১২ বলে ৫ রান করা আনসারিকে ফেরান নিশি। এরপর ফারজানা ফেরান ফিফটি হাঁকানো ব্যাটার তৃষাকে। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। এরপর লেজের সারির ব্যাটারদের চেষ্টায় স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here