টিউলিপকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।বাংলাদেশের অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও নাম উঠে এসেছে। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প (রূপপুর) থেকে নিজের পরিবারকে প্রায় চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। বর্তমানে টিউলিপ ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার একজন সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রধান কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া।

অভিযোগ করা হয়েছে যে, টিউলিপ সিদ্দিক ১০ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির ‘দালালি’ করতে সাহায্য করেছেন। এ চুক্তিটি ২০১৩ সালে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক, তার মা রেহানা সিদ্দিক ও ছোট বোন আজমিনা সিদ্দিক। সে সময় টিউলিপ সিদ্দিক ছিলেন একজন লেবার কাউন্সিলর।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দলের (পিইটি) প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন।

গত বৃহস্পতিবার পিইটি’র ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ। তিনি অর্থ আত্মসাতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here