Saturday, September 13, 2025
Homeখেলাধুলাক্রিকেটদল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

তিন মাসের জন্য ছিটকে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরির কারণে আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ছুরি-কাঁচির নিচে আবারও যেতে হচ্ছে স্টোকসকে লাগবে অস্ত্রোপচার। এ সময় তিনি এসএ টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট সিরিজের কিছু অংশ মিস করবেন। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকস গেল আগস্টে যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন, আবারও সেটাতেই সমস্যা দেখা দিয়েছে। ওই সময়ে ইনজুরির কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন। তার এবারের ইনজুরিও যে ভোগাবে সেটা আগেই টের পাওয়া গিয়েছিল। রবিবার ভারত সফর ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড। কিন্তু সেই দলে জায়গা পাননি স্টোকস। তখনই বোঝা গিয়েছিল তার ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে। অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ডাক্তারি পরামর্শে ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।

ছুরি-কাঁচির নিচে আবারও যেতে হচ্ছে স্টোকসকে লাগবে অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে স্টোকস ৩৬.২ ওভার বল করেছিলেন। যা টেস্টে তার দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তিনি ২০২২ সালে ট্রেন্ট ব্রিজে ৪০ ওভার বল করেছিলেন। ৩৬.২ ওভারের মধ্যে তিনি একদিনেই করেছিলেন ২৩ ওভার। যা তার ক্যারিয়ারে একদিনে সর্বোচ্চ। প্রথম স্পেলে ৮ ওভার, দ্বিতীয় স্পেলে ৮ ওভার ও তৃতীয় স্পেলে এসে করেন ৭ ওভার।

অথচ ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে তিনি বল করেছিলেন ৪৯ ওভার। ওই সিরিজে ৫ উইকেট নিয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments