বিশ্ব ক্রিকেটর নাম করা ওপেনার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাদা পোশাকে সময়টা মোটেও ভালো যাচ্ছে না হিটম্যানের । মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে।
একের পর এক টেস্টে যেভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা সমস্যায় ফেলছে ভারতীয় দলকে। জানা গেছে, মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।
অ্যাডিলেড এবং গ্যাবায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিংয়ে। সেখানেও পাঁচ বলে করেন মাত্র তিন রান । প্যাট কামিন্সের বলে যে ভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। এই সফরে পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।
আরো পড়ুনঃ মেলবোর্ন টেস্টে স্মিথের নতুন রেকর্ড
আগারকার এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তা হলে সিডনিতেই রোহিত তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চলেছেন।
ছয় নম্বরে রোহিত ব্যর্থ হচ্ছেন বলে ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন আনা হয়েছে মেলবোর্নে।লোকেশ রাহুলের জায়গায় রোহিত ওপেন করেছেন। রাহুল তিনে ফিরে খেলতে পারেননি। এদিন ৫ বলেই ফিরেছেন সাজঘরে।
শুবমান গিলকেও বসানো হয়েছে একই কারণেই। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, যাকে দিয়ে খুব একটা বোলিং করানো হয়নি।