ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়-এর সাড়া তোলা চরিত্র আকশারা, অর্থাৎ অভিনেত্রী হিনা খান বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি ক্যানসার চিকিৎসা চলাকালীন অভিনয়ে ফিরবেন বলে ঘোষণা দিলেন তিনি।
শরীরে মারণব্যাধি ধরা পড়ার পর থেকেই নিজের চিকিৎসা এবং জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই সাহসী অভিনেত্রী। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি সামাজিক অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছেন এবং ভক্তদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন।
বলিউড লাইফ ডটকম জানিয়েছে, অভিনেত্রী হিনা খান এবার ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে। সিরিজটির নাম গৃহলক্ষ্মী, যেখানে হিনা খানকে দেখা যাবে প্রধান চরিত্রে।
গৃহলক্ষ্মী সিরিজটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা নারীর জীবনের সংগ্রাম এবং টিকে থাকার লড়াইকে ঘিরে আবর্তিত। সিরিজে দেখানো হবে, কীভাবে এক নারী জীবনের প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে নিজের পরিচয় তৈরি করেন। সিরিজটিতে হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত ‘কঠিন ছিল’।
কতটা বিপত্তি গেছে, তার ব্যাখ্যায় হিনা লিখেছেন, শারীরিক এবং মানসিকভাবে কঠিনতম। প্রতিকূলতা আসবে জানতাম। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন, মুখোমুখি দাঁড়াব। দরকার হলে আমার সবটুকু দেব এবং তাই করেছি।
একটুও ভয় পাইনি। যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মত নয়। কিন্তু হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না।
কয়েক মাস আগে হিনা নিজেই জানিয়ে ছিলেন যে তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন।
ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে ভাষ্য অভিনেত্রীর।
তবে আত্মবিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর হিনা এই রোগের সঙ্গে মাঝেমধ্যে পেরে উঠছেন না। কেমোর কারণে হিনার মাথার চুল আগেই ঝরে পড়েছে। সেটিও ভক্তদের দেখিয়েছেন হিনা। চোখের ভ্রুও ঝরেছে হিনার।
অভিনেত্রী আরও বলেছেন, এ সময়ে তিনি আশাহত না হয়ে ইতিবাচক থাকতে চান।
হিনা খানের এই সাহসিক প্রকাশ ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে। সামাজিক মাধ্যমে তার পোস্টগুলো শুধু সহানুভূতি নয়, বরং ক্যান্সারের সঙ্গে লড়াই করা মানুষদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।