সিনেমা দিয়ে বছর শুরু এলিনার

0
278

বাংলাদেশি চলচ্চিত্রের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী এলিনা শাম্মী গত বছর বেশ কিছু সফল চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। আগামীবছরের শুরুতেই (৩ জানুয়ারী ২০২৫) মুক্তি পাচ্ছে তানভীর হাসান পরিচালিত তার নতুন সিনেমা মধ্যবিত্ত ।

সিনেমাটি মুক্তি নিয়ে তিনি বলেন, এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার যে বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিতে আমি আছি। রানু চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি অনেক কষ্ট ও শ্রম দিয়েছি। পরিচালকও কঠোর পরিশ্রম করেছেন সিনেমাটি পর্দায় আনার জন্য। আমরা সবাই আশাবাদী, কারণ ‘মধ্যবিত্ত’ আমাদের যাপিত জীবনের গল্প, যা সবাই অনেক ভালোভাবে উপভোগ করবে।

শাম্মীর অভিনীত প্রিয়তমা সিনেমায় শাকিব খানের ভাবীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িছেন। এলিনা শাম্মীর জন্য ২০২৪ছিল ব্যস্ততার একটি বছর। আসন্ন বছর ২০২৫-এ তার প্রতিটি মুহূর্ত কাটবে নতুন কাজের মধ্যে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দরদ সিনেমায় পুলিশের তদন্ত কর্মকর্তার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন তিনি।

এলিনা শাম্মী ইতোমধ্যে বেশ কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন অপূর্ব রানার জলরং, সৈয়দ সাখাওয়াত হোসেনের অপুর বসন্ত, এবং জেসমিন আক্তার নদীর চৈত্র দুপুর। এই তিনটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এবং তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।

এছাড়া, তিনি বর্তমানে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলামন্থন’ সিনেমার কাজেও যুক্ত হয়েছেন।

আগামী বছর (২০২৫) সালে আপনার প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে এলিনা শাম্মী বলেন, পরবর্তী বছর ২০২৫ হবে আমার সফলতার বছর। আমার অভিনীত সিনেমাগুলো দর্শকদের ভালোবাসা পাবে এবং চলচ্চিত্র জগতে আমি আরও নতুন উচ্চতায় পৌঁছাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here