বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানা গেছে।
গতকাল (২৮ ডিসেম্বর) এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নির্বাচনটি স্থগিত করা হয়, যার জন্য এফডিসি কর্তৃপক্ষের অনুমতি না থাকার বিষয়টি সামনে এসেছে।
এফডিসিতে দুই প্যানেল নির্বাচনের জন্য প্রস্তুত ছিল। এক প্যানেলের সভাপতি পদে ছিলেন শাহীন সুমন এবং মহাসচিব পদে শাহীন কবির টুটুল। অপর প্যানেলের সভাপতি হিসেবে মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব হিসেবে সাফি উদ্দীন সাফি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য বদিউল আলম খোকন বলেন, নির্বাচন হবে, একটু সময় লাগবে। তবে সচিবালয়ে আগুনের কারণে এফডিসি নির্বাচন আয়োজনের অনুমতি দেয়নি।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বলেন, এফডিসি আমাদের সম্পত্তি না হওয়ায়, তারা চাইলে আমাদের কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। আমরা তাদের সিদ্ধান্ত মেনে নির্বাচন স্থগিত করেছি।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মীর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান ২০২৩-২৪ মেয়াদে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।