ঢাকা ক্যাপিটালস জেসন রয়কে দলে ভেড়ালো

0
193

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে জেসন রয়কে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস। আজ রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।

ফেসবুক পোস্টে বলা হয়, ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে তাই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয়কে ঢাকা ক্যাপিটালস পরিবারে সংযোজন করেছি।
জেসন রয়কে উদ্দেশ্য করে ঢাকা ক্যাপিটালস বলেছে আমরা আপনাকে পেয়ে অনেক আনন্দিত।

আরও পড়ুনঃ রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ

এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তান হার্ট হিটার ওপেনার সাইম আইয়ুবের। তবে আসর শুরুর আগমুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তানি তরুণ ওপেনারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে দলে ভেড়ালো ঢাকার ফ্র্যাঞ্চাইজি।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান।

বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি,  জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।

আর একদিন পরই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল।

এই আসরে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here