ইতালিতে রুশ হ্যাকারদের সাইবার হামলা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রুশপন্থী সাইবার অপরাধী চক্র নোনেইম০৫৭(১৬) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিলান শহরের দুটি বিমানবন্দরের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রায় দশটি অফিসিয়াল ওয়েবসাইটকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার মধ্যে রয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়, সিয়েনা ও তুরিন শহরের গণপরিবহন নেটওয়ার্ক এবং মালপেনসা ও মিলান-লিনেট বিমানবন্দর।

সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলার ফলে কিছু সময়ের জন্য ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে, দুই ঘণ্টার মধ্যে সাইবার নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ অস্ত্র পরীক্ষার বিষয়ে ট্রাম্পকে রাশিয়ার কঠোর বার্তা

রাশিয়াপন্থী সাইবার গ্রুপ নোনেইম০৫৭(১৬) তাদের টেলিগ্রাম পোস্টে হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, “ইতালির রুশফোবদের জন্য এ ধরনের সাইবার হামলা পাওনা ছিল। ইতালির সাইবার সিকিউরিটি এজেন্সি জানায়, এই হামলা একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (DDoS) আক্রমণ ছিল, যা ওয়েবসাইটের সার্ভিস ব্যাহত করার উদ্দেশ্যে চালানো হয়েছিল।

এদিকে, ইতালির বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিমানবন্দরগুলির অপারেশন কোনো সমস্যা ছাড়াই চলমান। ইতালির পুলিশ এই সাইবার হামলার তদন্ত করছে এবং হামলার প্রেক্ষিতে আরও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here