বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি বাংলাদেশ ছাত্র শিবির আয়োজিত সায়েন্স ফেস্ট নিয়ে নস্টালজিক স্মৃতিচারণ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে জাতীয় বিজ্ঞান মেলার স্মৃতি মনে করেন, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশে জেলায় জেলায় অনুষ্ঠিত হতো এবং শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহ জোগাত।
বুধবার (১ জানুয়ারি) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পিনাকী শিবিরের সায়েন্স ফেস্টের উদ্যোগকে দুর্দান্ত বলে প্রশংসা করেন।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া এসে মেলা উদ্বোধন করেছিলেন। তার বক্তৃতা ছিলো একদম ইন্সপিরেশনাল, যা আজও মনে আছে। পিনাকী জানান, এরপর এই উদ্যোগ কিছুদিন বন্ধ হয়ে যায়, কিন্তু শিবিরের সায়েন্স ফেস্ট দেখে তিনি আবারও সেই পুরানো স্মৃতিগুলোর মধ্যে ফিরে গেছেন।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্ক খুবই গভীর
পিনাকী তার পোস্টে বলেন, যারা আজকের সায়েন্স ফেস্টে অংশ নিয়েছে, তাদের মধ্যে রয়েছে আগামীর স্বপ্নদ্রষ্টা ও যোদ্ধা। আমি তাদের জন্য শুভকামনা জানাই। তিনি আশা প্রকাশ করেন, এমন আগামীর যোদ্ধাদের জীবন যেন নির্বাসনে না কাটে।
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪ সারা দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সমাপ্ত হয়। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কার প্রদর্শন করেন এবং সৃজনশীল কার্যক্রমে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।