Tuesday, September 16, 2025
Homeজাতীয়অপরাধনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ মাদক বন্দুকযুদ্ধে নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ মাদক বন্দুকযুদ্ধে নিহত

সচেতন বার্তাঃ “নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
“বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের পাশে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মৃত সবুজ মিয়ার ছেলে।”
“র‍্যাবের দাবি, হৃদয় সোনারগাঁ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা ও পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় প্রায় ১৬টি মামলা রয়েছে। র‌্যাব ১১- এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, মৃধাকান্দি এলাকায় বুধবার ভোরে একদল দুষ্কৃতকারী সংঘবদ্ধ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি টিম সেখানে অভিযানে যায়। এ সময় মহাসড়কের পাশে থাকা ঝোপঝাড় থেকে র‍্যাবের ওপর অতর্কিত হামলা করে সংঘবদ্ধ দল। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং সংঘবদ্ধ দলের এক সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি মাদক বিক্রেতা হৃদয় ওরফে গিট্টু হৃদয়ের বলে জানা যায়।”
“তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি ও চারটি দা উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের মাদক ব্যবসায়ীদের তালিকায় ১ নম্বর তালিকাভুক্ত আসামি ছিল গিট্টু হৃদয়। তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।”
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments