আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। এর জবাবে তালেবান সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটানাও ঘটে।
তেলো নিউজ জানিয়েছে, ওই দিন আফগানিস্তানে রকেট ছোড়ে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে পাকিস্তানি বাহিনীর রকেট হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।
খোস্তের একজন বাসিন্দা জানান, পাকিস্তান হামলার জেরে যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই নিজেদের গ্রামে যেতে পারেননি।
আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। তবে তালেবানের দাবি, সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই।
আরও পড়ুন: পাকিস্তানের হামলায় ৪৬ আফগান নিহত
আজিজ মারেজ নামে সাবেক একজন কূটনীতিক বলেছেন, এ ধরনের হামলা এবং পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না। কিন্তু দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে।
সামরিক বিশ্লেষক হাদি কুরাইশি বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং এই দেশের জন্য আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বোঝা প্রয়োজন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং ট্রানজিট পদ্ধতিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
পাকিস্তান সরকার এবং আফগান তালেবানের একসঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তা সত্ত্বেও দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে হামলা, পাল্টা হামলার এসব ঘটনা ঘটছে। সূত্র : আলজাজিরা
ফলো করুন: লিংকডইন