টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ সোমবার (৬ জানুয়ারি)। এই পর্বের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো রংপুরের বিপক্ষে মাঠে নামছে সিলেট। এর আগে শেরে বাংলায় প্রথম ম্যাচে সিলেটকে ৩৪ রানে হারিয়েছিল রংপুর।

 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচে ভাগ্য সহায় হয়নি সিলেটের। টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট অধিনায়ক আরিফুল হককে ব্যাটিং আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিপিএলে টানা দ্বিতীয় জয় রংপুরের

এখন পর্যন্ত ৩ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। সবার নিচে এক ম্যাচ খেলা সিলেট। টেবিলের দিকে তাকিয়ে সবাই এগিয়ে রাখবেন রংপুরকেই। তবে টি-টোয়েন্টিতে কখন কী হয় বলা মুশকিল।তাছাড়া সিলেট খেলবে তাদের হোম স্টেডিয়ামে। দর্শকদের সমর্থনও পাবে তারা। যে কারণে ক্রিড়াবিদরা মনে করছেন এই লড়াইয়ে সিলেটকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here