বলিউডে প্রেমের ফাঁদে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আভাস মিলেছিল আগেই। গত বছর দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি।
তার পর বড়দিনে টালিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে। নতুন বছরের শুরুতেই হয়েছেন ভালোবাসার মানুষের বাহুডোরে। এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কবে?
একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং য়ের পরিকল্পনা অভিনেত্রীর। বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তিনি। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বিশেষ দিনে সবাইকেই শামিল করতে চান ঋতাভরী।
সুমিত অরোরা শাহরুখ খানের জওয়ান, স্ত্রী, চন্দু চ্যাম্পিয়ান ছবির সংলাপ লেখক। এ ছাড়া সোনাক্ষী সিনহা অভিনীত দাহাড় ও মনোজ বাজপেয়ি অভিনীত দ্য ফ্যামিলি ম্যান সিরিজের সংলাপও তিনি লিখেছেন। ২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী।
সেখানেই অভিনেত্রী লেখককে কখনো বেবি বলে সম্বোধন করেছেন। আবার কখনো লিখেছেন, তুমি আমার হিরো। প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে সুমিতের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। উষ্ণ রসায়নে বারবার মনের মানুষের বাহুলগ্না হন ঋতাভরী।