পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি বিশেষ দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিটি দলে দুইজন করে সদস্য ও একজন দলনেতা থাকবেন। এসব দল ১০টি কোম্পানি ও দুই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের একটি বিশেষ সভায় এ দলগুলো গঠন করা হয়েছে।
আরও পড়ুন: দুদকের মামলায় পলক ও জ্যোতি গ্রেপ্তার
দুদক জানিয়েছে, পরবর্তীতে আরো একটি দল গঠন করার পরিকল্পনা রয়েছে। এর আগে, জাতীয় টাস্কফোর্সের অধীনে যৌথ তদন্ত দলের আওতায় সিআইডি ও এনবিআরও যৌথ দল গঠন করেছিল।
ফলো করুন: ফেসবুক