Sunday, September 14, 2025
Homeবিনোদনদুঃসংবাদ দিয়ে বছর শুরু কিয়ারার

দুঃসংবাদ দিয়ে বছর শুরু কিয়ারার

ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। দীর্ঘ সময় ছিলেন রুপালি পর্দা থেকে দূরে। সবশেষ ২০২৩ সালে সত্যপ্রেম কী কথা মুক্তি পায়। এর দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরেছেন তিনি, তবে দুঃসংবাদ নিয়ে। খবর : ইন্ডিয়া টুডে

 

আজ (১০ জানুয়ারি) কিয়ারার তেলেগু সিনেমা গেম চেঞ্জার মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন এস শঙ্কর। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা। কারণ সিনেমাটি মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায়। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুঃসংবাদে বছর শুরু কিয়ারার

এদিকে বলিউড বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম দিনের আয় প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম দিন গেম চেঞ্জার ঘরে তুলেছে ২৬ কোটি রুপির বেশি।

আরও পড়ুনঃ অভিনয়ের ন্যূনতম জ্ঞানও ছিল না

গেম চেঞ্জার নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।

ফলো করুনঃ ফেসবুক

RELATED ARTICLES

Most Popular

Recent Comments