Sunday, September 14, 2025
Homeখেলাধুলাটস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা

একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেটপর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

 

খুলনা টানা দুই ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে হেরেছে। অন্যদিকে টানা তিন হারের পর সবশেষ ম্যাচে প্রথম জয় পেয়েছে সিলেট। খুলনা চার আর সিলেট আছে ছয় নম্বরে।

আরও পড়ুনঃ সাব্বিবের ঝড়ো ম্যাচেও ঢাকার পরাজয়

খুলনা টাইগার্সের একাদশ:

মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, জাকের আলী, প্রসান্না, নাবিল সামাদ, খালেদ আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি।

সিলেট সানরাইজার্স একাদশ:

লেন্ডল সিমন্স, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুক্তার আলী, নাজমুল ইসলাম, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, জুবায়ের হোসেন এবং সিরাজ আহমেদ।

খেলাধুলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে দৈনিক সচেতন বার্তার ফেসবুক পেজে চোখ রাখুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments