Sunday, September 14, 2025
Homeসারাদেশরাজশাহীতে ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীতে ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীর রাজপাড়া থানা থেকে ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ রাজশাহীতে ‘জুলাই বিপ্লব’ ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments