সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩৬টি পদে বিভিন্ন গ্রেডে মোট ১৯১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম:সরকারি কর্মচারী হাসপাতাল
পদসংখ্যা: ৩৬টি
লোকবল নিয়োগ: ১৯১ জন
চাকরির ধরন:অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল:হাসপাতালে
বয়সসীমা:৩১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুনঃবেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
নির্দেশনা: সহকারী লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক এবং হিসাব সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন ফি:পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা এবং ১০ থেকে ৩৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৩৬ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে (ক্রমিক: ১-৩৬ পর্যন্ত) টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সরকারি-বেসরকারি সকল চাকরির আপডেট পেতে দৈনিক সচেতন বার্তাকে লিংকডইনে ফলো করুন।