মাওবাদী বিদ্রোহীদের দমনে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ছত্তিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে অভিযান চালায় তারা। দুপক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন পাঁচ মাওবাদী বিদ্রোহী।
এসময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার এএফপিকে এ কথা জানিয়েছেন পুলিশ ইন্সপেকটর জেনারেল পি. সুন্দররাজ।
পুলিশ জানিয়েছে, নিহত বিদ্রোহীদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। ঘটনাস্থল থেকে গ্রেনেড লাঞ্চার ও রাইফেলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত
পুলিশ জানায়, এ মাসের শুরুতে ভারতীয় মাওবাদী বিদ্রোহীরা রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাবাহিনীর ৯ সদস্যকে হত্যা করে। এছাড়া অন্য আরেকটি ঘটনায় বিজাপুর জেলার একটি বাড়িতে তৈরি ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন।
এদিকে সরকারি বাহিনী কয়েক দশক ধরে স্থায়ী বিদ্রোহীদের সংঘাত নিরসনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালেই নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছে ২৮৭ বিদ্রোহী। আর বিদ্রোহীদের হাতে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিদ্রোহীদের দাবি, তারা ভারতের সম্পদসমৃদ্ধ এই অঞ্চলটিতে প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। ‘নকশাল’ নামে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে তাদের সশস্ত্র অভিযান শুরু করেছিল। এসব বিদ্রোহী চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের অনুসারী।
গত বছর প্রায় এক হাজার সন্দেহভাজন নকশালবাদীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তাবাহিনী। আর আত্মসমর্পণ করেছে ৮৩৭ জন। অন্যদিকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূলের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।