বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
বৈঠকের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠকে আগামী নির্বাচনের রোডম্যাপ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মত দিয়েছে দলটির হাইকমান্ড।