Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনারাজশাহীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীর বাঘায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলের সাজের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা।

এ সময় আখ বোঝাই ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি আফম আসাদুজ্জামান।

আরও পড়ূনঃ অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

ওসি আরও বলেন, এ ঘটনার পর থেকেই সেই আখ বোঝাই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments