Friday, September 12, 2025
Homeসারাদেশটেকনাফের পাহাড়ে মিলল ডাকাতের ক্ষতবিক্ষত লাশ

টেকনাফের পাহাড়ে মিলল ডাকাতের ক্ষতবিক্ষত লাশ

কক্সবাজারের টেকনাফের একটি পাহাড় থেকে বস্তাবন্দী অবস্থায় ক্ষতবিক্ষত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি মোহাম্মদ শরিফ (২০) নামের এক রোহিঙ্গা নাগরিকের। আজ মঙ্গলবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের পশ্চিমের পাহাড় থেকে লাশটি উদ্ধার হয়।

 

পুলিশ জানিয়েছে, শরিফ রোহিঙ্গা ডাকাত দল শফি গ্রুপের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লকের আবদুল কুদ্দুসের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, পাহাড়ে একটি ঝোপের পাশে বস্তাবন্দী অবস্থায় লাশটি মাটিচাপা দেওয়া হয়েছিল। কোনো কারণে মাটি সরে যাওয়ায় পাহাড়ে লাকড়ি ও গাছপালা সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা লাশটি দেখতে পান।

আরও পড়ুনঃ কিশোরীকে ধর্ষণে আটক তাজুলের দায় স্বীকার

এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে শরিফকে খুন করা হয়েছে। রোহিঙ্গা ডাকাত দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে হয়তো শরিফ খুন হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক সচেতন বার্তাকে ফেসবুকে ফলো করুন

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments