Sunday, September 14, 2025
Homeজাতীয়প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় চান আইন উপদেষ্টা

প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় চান আইন উপদেষ্টা

প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় চাইলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এরপর ঐক্যমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। ফলে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন।

 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুনঃ সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসিফ নজরুল আরও বলেন, অত্যন্ত সাবলীলভাবে চলছে বিচার কার্যক্রম। সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধকে। সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব।

তিনি আরও বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। সরকার রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে জুলাই গণহত্যার বিচার শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা।

দেশ-বিদেশের সকল খবর জানতে দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments