Friday, September 12, 2025
Homeশিক্ষা ও সাহিত্যশিক্ষা ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ

শিক্ষা ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়মুখী পাহাড়ি ছাত্র-জনতার মিছিল শিক্ষা ভবনের সামনে পৌছালে আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। 

 

সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় ব্যারিকেড দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

জানা যায়, আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে এনসিটিবির সামনে কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট ফর সভরেন্টি’র হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন।

আরও পড়ুনঃ জবির প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা

দোয়েল চত্ত্বর শিশু একাডেমির সামনে মুখোমুখি হয় পুলিশ ও আদিবাসী ব্যানারের ছাত্ররা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সাউন্ড গ্রেনেডের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কোন শিক্ষার্থী আহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

দেশ বিদেশের সকল সংবাদের আপডেট জানতে আমাদের ফেসবুকে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments