চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া অব্যাহতি পাওয়া এসআইদের সরাতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ২টার দিকে তাদের সরিয়ে দেওয়া হয় বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান।
তিনি দৈনিক সচেতন বার্তাকে বলেন, তারা ৩০ জনের মত ছিল, পুলিশ ছিল ৬০ জন। জল কামান করা লাগে না, তার পরেও হালকা পানি দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগের জন্য চূড়ান্ত হওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।
আরও পড়ুনঃ আমরণ অনশনে অব্যাহতি প্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা
চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সমানে কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে তা সুরাহা না হওয়ায় সোমবার রাত থেকে তারা আমরণ অনশন শুরু করেন। এরপর মঙ্গলবার রাতে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ।
পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঞা মঙ্গলবার বলেছেন, এই ব্যাচে মোট ৮২১ জন প্রশিক্ষণ শুরু করলেও গুরুতর অপরাধের কারণে ২২ জনকে এবং মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।