Friday, September 12, 2025
Homeসারাদেশনাটোর জেলা ছাত্রলীগ নেতা মাসুম গ্রেফতার

নাটোর জেলা ছাত্রলীগ নেতা মাসুম গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে যুবদলের কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও যুবদল কর্মীরা জানান, যুবদলের কিছু কর্মী বৃহস্পতিবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে তারা ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধুর সঙ্গে দেখতে পান। এ অবস্থায় তারা স্থানীয় নাটোরের নেতাকর্মীদের জানালে একটি মাইক্রোবাস নিয়ে তারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান। সেখান থেকে তারা রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেফতার

নাটোর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মাসুমের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

দৈনিক সচেতন বার্তাকে ফেসবুকে ফলো করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments