নেপালকে ৫২ রানে আটকে দিলো বাংলাদেশ

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে নেপালকে ৫২ রানে অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে মাত্র ৫৩ রান।

 

নেপোলের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৯। পুরো ইনিংসে আর দুই অঙ্কে যেতে পেরেছেন এক জন, বাকিদের নামের পাশে রানসংখ্যাটা যেন ফোন নম্বর ডিজিট!

বাঙ্গির ক্রিকেট ওভালে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। টস ভাগ্যটা বাংলাদেশকে সঙ্গ দিয়েছে। অধিনায়ক সুমাইয়া আক্তার নেন বোলিংয়ের সিদ্ধান্ত।

সে সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ কিছুক্ষণ পরেই পেয়ে গেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম সাফল্য পায় দল। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।

আরও পড়ুনঃ টস জিতে নেপালের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এক পাশ আগলে রেখে ওপেনার সানা পারভীন ১৯ রানের ইনিংস খেলেন। তবে জান্নাতুল মাওয়ার বলে বোল্ড হয়ে তিনি ফেরেন পঞ্চম ব্যাটার হিসেবে।

তার বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেছিলেন সীমানা কেসি। তবে ১০ রান করে সপ্তম ব্যাটার হিসেবে তিনি আউট হন দলীয় ৪১ রানে, তার আফসোস বাড়ায় রান আউটটা। সেটা অবশ্য নেপাল ইনিংসের প্রথম রান আউট নয়, সে ইনিংসে আরও ৪ রান আউট হয়েছে। ফলে ৫২ রানেই গুটিয়ে যায় নেপাল।

নেপালের স্কোয়াড

পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।

বাংলাদেশের স্কোয়াড

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ২ উইকেট নেন মাওয়া। একটি করে উইকেট নেন আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া আর নিশিতা আক্তার।

খেলাধুলার সকল খবরের আপডেট পেতে দৈনিক সচেতন বার্তাকে   Facebook  এ ফলো করুন।