চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ইজিবাইকচালক রকি হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইজিবাইক ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করেন আসামিরা।
গত শনিবার (১৮ জানুয়ারি) রাতে চৌগাছা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, গত ১৬ জানুয়ারি চৌগাছার পুড়াহুদা এলাকার বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেননি রকি। এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পিবিআই।
আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার
তিনি জানান, তদন্তের এক পর্যায়ে রকি নিখোঁজের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রকিকে হত্যার কথা স্বীকার করে তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চৌগাছা থানাধীন পাঁচনামনা এলাকার পলির মাঠের বুড়িগাঙ্গের পাড় থেকে রকির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগী রকির সঙ্গে চলাফেরা করত আসামিরা। টাকার প্রয়োজন হওয়ায় তারা রকির ইজিবাইক চুরির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় চৌগাছা ভাস্কর্যের মোড়ে রকির সঙ্গে সাক্ষাৎ করে দুই আসামি।
সেখান থেকে রকির ইজিবাইকে চড়ে পাঁচনামনা এলাকার পলির মাঠের বুড়িগাঙ্গের পাড়ের উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথিমধ্যে আরেক আসামিকে ইজিবাইকে উঠায় তারা।
পিবিআই যশোরের পুলিশ সুপার জানান, এরপর নদীর পাড়ে বসে তারা লাড্ডু খায়। রকি একাই বেশি লাড্ডু খাওয়ায় তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামিরা রকির গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর রকির লাশ বুড়িগাঙ্গে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে এবং মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়।
এরপর রকির ইজিবাইক বিক্রি করতে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। রকির মোবাইল ও মানিব্যাগ যশোর চৌগাছা রোডের পাশে ফেলে দেয়। ইজিবাইক চালিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক রাস্তার পাশে ফেলে চলে যায়।
দৈনিক সচেতন বার্তাকে ফেসবুকে ফলো করুন