Saturday, September 13, 2025
Homeরাজধানীগণমাধ্যম সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না: জামায়াতের আমির

গণমাধ্যম সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না: জামায়াতের আমির

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় সম্মান দেখাতে হবে। সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল : রিজভী

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতে ইসলামী।

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণ না হওয়ার আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলায় গ্রেফতারই পরোয়ানা জারি করা যাবে না। প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না।

আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments